Years of Experience
Number of Lives Touched
City of Residence
সার্টিফায়েড নৃত্য প্রশিক্ষক (ভরতনাট্যম বিশেষী)
সার্টিফায়েড নৃত্য প্রশিক্ষক (ভারতনাট্যম বিশেষী)
নৃত্য শিক্ষিকা সুকন্যা চক্রবর্তী B.A. এবং M.A. করেন নাচ নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, তিনি ভারতের বিভিন্ন প্রান্তে নানান নৃত্য উৎসবে অংশগ্রহণ করেছেন। তিনি যোগা এবং মার্শাল আর্টে কালারি-পায়েত্তু এবং থাং-টা ডিগ্রি অর্জন করেছেন। অধ্যাপনার সাথে সাথে বিভিন্ন খ্যাতমান গুরুদের (চেন্নাই) কাছ থেকে নাচ শিখে চলেছেন।
বর্তমানে নৃত্য শিক্ষিকা সুকন্যা চক্রবর্তী যুক্ত হয়েছেন Spark.Live এ, আপনারা সকলে বাড়িতে বসে অনলাইনে ভারতনাট্যম শিখে নিতে পারবেন খুব সহজেই।