Years of Experience
Number of Lives Touched
City of Residence
সার্টিফাইড মিউজিক প্রফেশানাল
সার্টিফাইড মিউজিক প্রফেশানাল
একজন সার্টিফাইড মিউজিক প্রফেশানাল হলেন নম্রতা রায়, তিনি 'ললিত কলা'(কলকাতা) নামে একটি বিশিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। শিল্পী নম্রতা দীর্ঘ ২৪ বছর ধরে সংগীত শিক্ষা গ্রহণ করে চলেছেন এবং ১০ বছর ধরে সংগীত শেখানোর অভিজ্ঞতা রয়েছে ওনার। তিনি ভোকাল ক্লাসিকাল, ভজন, ঠুমরি, গজল, ভক্তিগীতি, রবীন্দ্র সংগীত, নাজরুল গীতি, বাঙলা আধুনিক, হিন্দী গানের মতো সকল ধরণের গান বিয়ে চর্চা করেন।
বর্তমানে সার্টিফাইড মিউজিক প্রফেশানাল নম্রতা রায় যুক্ত হয়েছেন Spark.Live-এ, আপনারা সকলে বাড়িতে বসেই অনলাইনে সংগীতের নানান ধারা সহজেই শিখে নিতে সক্ষম হবে।