6:00 PM on Mon, 15 February
Bengali
সাধারণত, স্কুলজীবনে আমাদের অনেক বন্ধু থাকে। কলেজে পড়ার সময়ে অনেকের ক্ষেত্রে সেই সংখ্যাটা আরও বেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হলে তো কথাই নেই। নতুন এক পরিবেশে অনেক মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে আমাদের মা–বাবাও হতে পারেন বন্ধুর মতো। এমনটা হলে তো আমরা তাদের সঙ্গে মন খুলে কথা বলতেই পারি।
আবার সংসার জীবনেও স্বামী-স্ত্রীর সম্পর্কটা বন্ধুর মতো হলে ভালোই হয়। তখন তাঁদের মতামতেও মিল থাকবে। এর ফলে বিবাহবিচ্ছেদও কমে যেতে পারে। এমনকি শিক্ষক-ছাত্রের সম্পর্কে বন্ধুত্ব থাকলে তা শেখার প্রক্রিয়াকেও সাবলীল করে। এ যেন বন্ধুত্বপূর্ণ এক পরিবেশে জীবন কাটানো। কিন্তু জীবনে এমনও কিছু সময় আসে যখন চাইলেও পাশে বন্ধু পাওয়া যায়না।
সেইকাৰণে আমাদের প্রয়োজন নিজেকে নিজের সব থেকে শ্রেষ্ঠ বন্ধু ভাবা, তাহলে জীবনের যে কোনো কঠিন সময়েও নিজেই তা অতিক্রম করার মনের জোর অর্জন করতে পৰ সম্ভবপর হবে। Spark.Live-এ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্যে ১৫ই ফেব্রুয়ারী ঠিক সন্ধ্যে ৬টায় উপস্থিত থাকছেন বিশিষ্ট কনসালট্যান্ট মেন্টাল হেলথ প্রফেশনাল সুমনা বাগচী। ওনার সঙ্গে এই ফ্রি ওয়ার্কশপে যোগ দিয়ে অনেক অজানা কথা সহজে জেনে নিতে পারবেন এবং হয়ে উঠবেন নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু।
Kolkata
একজন সার্টিফাইড সাইকোলজিকাল কাউন্সেলর হলেন সুমনা বাগচী, দীর্ঘ ১৪ বছর ধরে তিনি মেন্টাল হেলথ প্রাক্টিশনার হিসেবে কাজ করে চলেছেন। সর্বপ্রথমে তিনি এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদের জন্য পরামর্শ দেওয়া থেকে নিজের কর্মজীবনের সূচনা করেছিলেন। ওয়ার্ল্ড ভিশনে তিনি একজন ট্রেনিং ফ্যাকাল্টি, আইআইটিডি, কলেজ কাউন্সেলর, প্র্যাক্টিস কাউন্সেলিং ট্রেইনার (পশ্চিমবঙ্গ আইনী সহায়তা পরিষেবা)। তিনি একজন মেন্টাল হেলথ প্রাক্টিশনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বারুইপুর ডিস্ট্রিক্ট। সুমনা একজন বিশিষ্ট লেখিকা, মানসিক সুস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বহু ননফিকশন লেখা তিনি লিখেছেন যা মানুষের বহুল কাজে ব্যবহূত হয়।
বর্তমানে সার্টিফাইড সাইকোলজিকাল কাউন্সেলর সুমনা বাগচী, যুক্ত হয়েছেন Spark.Live-এ আপনারা ওনার সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে মানসিক নানান সমস্যার সমাধান করে নিতে পারবেন খুব সহজেই।
Show More