4:00 PM on Wed, 31 March
Bengali
শিশুদের মধ্যে নতুন বন্ধু তৈরির একটা প্রাকৃতিক দক্ষতা থাকে। কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় যেটা হয়ে পড়ে দুরূহ। কারণ আপনি চাইলেই কাউকে বলতে পারবেন না যে, "আপনি আমার বন্ধু হবেন?" বিষয়টা এতোটা সহজ না বলেই হয়তো বিশ্বে প্রাপ্তবয়স্কদের একাকীত্বের সমস্যা প্রতিনিয়ত বাড়ছে। আমাদের এটা বোঝা উচিত যে আমাদের নিজের মধ্যেই এক শ্রেষ্ঠ বন্ধ লুকিয়ে রয়েছে শুধু তাকে খুঁজে নিতে হয় সময় মতো।
ঠিক সেইকারণে ৩১শে মার্চ ঠিক বিকেল ৪টে Spark.live-এ থাকছেন সার্টিফাইড কাউন্সেলর এবং শিক্ষিকা পিয়ালি অধিকারী। ওনার সঙ্গে ফ্রি ওয়ার্কশপে যোগ দিয়ে নিজেদের একাকিত্ব কাটিয়ে নিজের মধ্যে লুকিয়ে থাকা বন্ধুটিকে খুঁজে নিন খুব সহজেই।
Kolkata
Piyali Adhikary is a Certified Counselor and Teacher with over six years of professional experience. Previously, she has worked with Jabala Action Research Organisation, Don Bosco, Anandaniketan, and Hope Kolkata Foundation.
Piyali holds an MA in Psychology and a special BEd degree. She has extensive knowledge in the field of mental health issues, child counseling, adolescence counseling, and relationship counseling. She has helped numerous clients deal with anxiety, grief, relationships, and creative blocks, as well as trauma, depression, abuse, and chronic mental illness.
In addition to this, Piyali is an experienced healer and private tutor.
একজন সার্টিফাইড কাউন্সেলর এবং শিক্ষিকা হলেন পিয়ালি অধিকারী, ওনার ছয় বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।তিনি জাবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন,ডন বসকো, আনন্দনিকেতন এবং হোপ কলকাতা ফাউন্ডেশনের সাথে কাজ করেছেন।
পিয়ালি মনোবিজ্ঞানে এমএ এবং একটি স্পেশাল বিএড ডিগ্রি অর্জন করেছেন।মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা,চাইল্ড কাউন্সিলিং, কৈশোর কাউন্সেলিং এবং সম্পর্ক পরামর্শের ক্ষেত্রে তাঁর বিস্তৃত জ্ঞান রয়েছে। তিনি উদ্বেগ, শোক, সম্পর্ক এবং সৃজনশীল ব্লকগুলির পাশাপাশি ট্রমা, হতাশা, অপব্যবহার এবং দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতায় মোকাবেলায় অসংখ্য ক্লায়েন্টকে সহায়তা করেছেন। এগুলি ছাড়াও, পিয়ালি একজন অভিজ্ঞ হিলার এবং প্রাইভেট শিক্ষিকা। বর্তমানে তিনি যুক্ত হয়েছেন Spark.live-এ, আপনারা সকলে অনলাইন কাউন্সিলর সেশনের মাধ্যমে আনন্দে থাকার সূত্র খুঁজে নিতে পারবেন।