7:00 PM on Fri, 05 February
Bengali
জীবনে চলার পথে আমাদের নানান বাধার সম্মুখীন হতে হয়, আর সেই বাধা গুলোই হয়তো আমাদের আরও অভিজ্ঞতা তৈরীতে সাহায্য করে। কিন্তু কিছু সময় বাধার মুখে পড়লে আমরা জীবনের মূলস্রোত থেকে অনেকটা দূরে সরে যাই। তখন আমাদের প্রয়োজন এমন একজনের সাহায্য যিনি তার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সেই বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবেন।
Spark.Live-এ ৫ই ফেব্রুয়ারী সন্ধ্যে ৭টায় ফ্রি ওয়ার্কশপ নিয়ে হাজির থাকছেন বিশিষ্ট সার্টিফায়েড সাইক্যাট্রিক কাউন্সেলর এবং কনসালট্যান্ট সাইকোলজিস্ট রুদ্রানী মিত্র, ওনার সঙ্গে এই ফ্রি ওয়ার্কশপে যোগ দিয়ে আপনারা খুব সহজেই জীবনের নানান বাধা পেরিয়ে ওঠার টেকনিক জেনে নিতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে ভালো রাখতে সক্ষম হবেন।
সার্টিফায়েড সাইক্যাট্রিক কাউন্সেলর এবং কনসালট্যান্ট সাইকোলজিস্ট রুদ্রানী মিত্র এমএসসি করেন বেথুন কলেজ থেকে, NIBS তে ইন্টার্নশীপ করেন। পরতবর্তীকালে সাইকিয়াট্রিক কাউন্সিলিং কোর্স করেন ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক সোসাইটি থেকে। বর্তমানে তিনি পোস্ট গ্রাডুয়েশন ডিপ্লোমা করছেন কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটার ডিসেবিলিটি থেকে প্রতিবন্ধীকরণ ও পুনর্বাসন ম্যানেজমেন্ট নিয়ে।
কনসালট্যান্ট সাইকোলজিস্ট এবং মেন্টাল হেলথ প্রাক্টিশনার হিসেবে কাজ করে চলেছেন। রুদ্রানী মিত্র যুক্ত হয়েছেন Spark.Live-এ, আপনারা সকলে যেকোনো সাইকোলজিক্যাল সমস্যায় ওনার সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে তার সমাধান করে ফেলতে পারবেন।