Tuesday, Thursday 5pm-7pm
Bengali
শৈশব পার হয়ে কৈশোর, এরপর যুবক। এরই মাঝখানে থাকে কিশোরবেলা, বয়ঃসন্ধিকাল। ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সটি হচ্ছে বয়ঃসন্ধিকাল। এ সময়েই একজন কিশোর বা কিশোরীর জীবনে মানসিক, শারীরিক ও আচরণগত পরিবর্তন ঘটে। একদিকে তারা বড় হতে থাকে, আবার শৈশবকেও পুরোপুরি ছেড়ে আসতে পারে না। এ সময় কিছুটা মানসিক টানাপোড়েন দেখা দিতে পারে।
সেইকারণে প্রয়োজন হয় একজন সঠিক গাইডেন্সের, Spark.Live এ আপনাদের জন্য রয়েছেন বিশিষ্ট কনসালট্যান্ট সাইকোলজিস্ট প্রিয়াঙ্কা মুখার্জী। ওনার সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে আপনারা যে সকল সুবিধে পাবেন তা হল-
অনলাইন সাইকোলজিক্যাল কাউন্সিলিং,
স্ট্রেস, ক্যারিয়ার, সম্পর্কের জটিলতা, যৌনতা সবরকম বিষয়ে বিস্তারিত আলোচনা এবং তার প্রতিকার,
মনকে আনন্দে রাখার সহজ সিক্রেট জানতে পারবেন,
ফলোআপ করার সুযোগ থাকবে।
কনসালট্যান্ট সাইকোলজিস্ট প্রিয়াঙ্কা মুখার্জীর দীর্ঘ ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে এই ফিল্ডে, তিনি স্টুডেন্টস গাইডেন্স কাউন্সেলর হিসাবে কাজ করেছেন এবং তিনি বিভিন্ন ক্লায়েন্টরা যারা সম্পর্কজনিত সমস্যা এবং ব্যক্তিত্বের সমস্যায় ভুগছেন তাদের সাহায্যের জন্য বিশেষ ভূমিকা নিয়ে থাকেন। তিনি একজন লিঙ্গ সংবেদনশীলতা সম্ভাষণকারী এবং পাবলিক স্পিকারও। কিশোর-কিশোরী এবং অল্প বয়স্কদের মধ্যে বেশিরভাগ স্ব-চিত্র, ক্যারিয়ার, যৌনতা, স্ট্রেস ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান তিনি দক্ষতার সঙ্গে করে চলেছেন।
বর্তমানে কনসালট্যান্ট সাইকোলজিস্ট প্রিয়াঙ্কা মুখার্জী যুক্ত হয়েছেন Spark.Live এ, আপনারা মানসিক যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন ওনার সঙ্গে অনলাইন কন্সালটেশনের মাধ্যমে।