Saturday & Sunday, 6-8 PM
Bengali
Spark.Live-এ সার্টিফায়েড নিউট্রিশনিস্ট ইন্দ্রানী ব্যানার্জীর সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে যে সকল সুবিধে পেতে পারেন তা হল:
ওজন কমানোর জন্য উপযুক্ত ডায়েট,
রেনাল সমস্যায় ডায়েট ,
ডায়াবেটিসের জন্যে স্পেশাল ডায়েট,
হার্টের নানান সমস্যার জন্যে ডায়েট প্ল্যান,
ক্যান্সার রোগীদের জন্যে ডায়েটের পরামর্শ,
সর্বোপরি ডায়েটের মাধ্যমে সুন্দর ও সুস্থ্য জীবন যাপনের সন্ধান পাবেন।
একজন সার্টিফায়েড নিউট্রিশনিস্ট হলেন ইন্দ্রানী ব্যানার্জী। তিনি এমএসসি করেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে, তারপর এক বছরের ডিপ্লোমা করেন ডায়েটিটিক্স-এ। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ইন্টার্নশিপ করেছেন এবং দমদমের ILS হাসপাতাল থেকেও তিনি ইন্টার্নশিপ করেছেন। বর্তমানে তিনি অনলাইন ডায়েট কন্সালটেশন করছেন এবং Spark.Live-এর সঙ্গে যুক্ত রয়েছেন। আপনারা সকলে অনলাইন সেশনের মাধ্যমে নিজেদের ডায়েটের নানান সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।