Friday, Saturday, Sunday, 6 - 8 PM
Bengali
Spark.Live-এ ডায়েটিশিয়ান এবং সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর চন্দনা বোসের সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে যে সকল সুবিধে পেতে চলেছেন তা হল:
ক্লিনিকাল রিপোর্টের ভিত্তিতে বিস্তারিত ডায়েট পরামর্শ,
লাইফ স্টাইল এবং ক্লায়েন্টের ডায়েট অভ্যাস পরিবর্তন,
সর্বোত্তম স্বাস্থ্যের অবস্থা উন্নতি বা বজায় রাখার জন্য ডায়েট ফলোআপ করার সুযোগ,
ক্লায়েন্টদের বিএমআই বজায় রাখতে সহায়তা করা হবে,
স্বাস্থ্য খাদ্যতালিকা সংক্রান্ত অভ্যাসের অধিবেশন, গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময় ডায়েট, নির্দিষ্ট রোগের সময় ডায়েট্রি বিবেচনা, ডায়াবেটিস ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতনতা।
একজন বিশিষ্ট ডায়েটিশিয়ান এবং সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর হলেন চন্দনা বোস। তিনি কলকাতার Columbia Asia হসপিটালে একজন ইন্টার্ন হিসেবে কাজ করেছেন এবং ILS সল্টলেকেও তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি একজন ফ্রিল্যান্স ডায়েট কনসালট্যান্ট হিসেবে কাজ করে চলেছেন।ডায়াবেটিস, পেপটিক আলসার, ক্রনিক এবং তীব্র কিডনির রোগ, সিলিয়াক ডিজিজ, লিভার ডিজিজ, কোলেস্টেরল, হার্টের অসুখ, ওজন হ্রাস এবং ম্যানেজমেন্টের দিকে বিশেষ দক্ষতা রয়েছে।
বর্তমানে ডায়েটিশিয়ান এবং সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর চন্দনা বোস যুক্ত হয়েছেন Spark.Live-এ, আপনারা ওনার সঙ্গে অনলাইন ডায়েট সেশনের মাধ্যমে নিজেদের যাবতীয় ডায়েটের সমস্যার সমাধান করে নিতে পারবেন খুব সহজেই।