Monday - Friday, 11 AM - 10 PM
Bengali
এক মাসের মধ্যেই অতিরিক্ত ওজন কমিয়ে হয়ে উঠতে পারবেন ফিট এন্ড ফাইন, সঙ্গে থাকছেন বিশিষ্ট ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর দেবস্মিতা রায় নন্দী।
এক মাসের এই ডায়েট প্ল্যানে আপনি প্রায় ৪-৫ কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন,
৩০ দিনের ডায়েট প্ল্যান থাকবে,
ভিডিও কলের মাধ্যমে কাউন্সিলিংয়ের সুযোগ থাকবে,
হয়ে উঠবেন অনেক বেশি সুস্থ্য,
নানান রোগের থেকে সুরাহা পাবেন,
তাই আর দেরি না করে আজই ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর দেবস্মিতা রায় নন্দীর সঙ্গে অনলাইন সেশন বুক করে নিজেদের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন খুব সহজে।
ডায়েটিশিয়ান দেবস্মিতা রায় নন্দী বিহারীলাল কলেজ (C.U.) থেকে গ্রাডুয়েশন করেন ক্লিনিকাল নিউট্রিশন এন্ড ডায়াটেটিক্স এর উপর, পোস্ট গ্রাডুয়েশন ডায়াটেটিক্স এন্ড কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্টের উপর এবং তিনি ডায়াবেটিক এডুকেটর এ সার্টিফায়েড কোর্স করেছেন। দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডায়েটিশিয়ান B. M. বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে ৫ বছর ধরে বিভিন্ন ধরণের কার্ডিয়াক, নেফ্রো পেশেন্টের ডায়েট চার্ট প্রস্তুত করে চলেছেন। এছাড়াও বেশ কয়েকটি জিম সেন্টারে তিনি যুক্ত রয়েছেন এবং বহু মানুষের লাইফ স্টাইল মডিফিকেশন করে চলেছেন, বর্তমানে তিনি 2 টি নার্সিংহোমের সাথে যুক্ত এবং 2টি প্রাইভেট চেম্বারেও ডায়েটিশান হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে ডায়েটিশিয়ান দেবস্মিতা রায় নন্দী থাকছেন Spark.Live এ, আপনারা সকলে ওনার সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে ডায়েট সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন।