Monday - Friday, 4 - 7 PM
Bengali
Spark.Live-এ বিশিষ্ট স্পোর্টস নিউট্রিশনিস্ট সুপ্রিয়া রায় ব্যানার্জীর সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে যেসকল সুবিধে পেতে পারেন তা হল:
ফ্যাটলস ডায়েট চার্ট,
মাসেল গেইনের জন্যে উপযুক্ত ডায়েট,
PCOS, সুগার,থাইরয়েড,এন্টি এজিং বা স্কিন ব্রাইটনিং-এর জন্যে নানান ডায়েটের সন্ধান,
হরমোনাল সমস্যার জন্যে ডায়েট চার্ট,
যেকোনো ধরণের অসুখের পরবর্তীকালে কিছু বিশেষ ডায়েট মেনে চলার পরামর্শ,
একটিভ এবং হেলথি লাইফস্টাইল ডায়েট প্ল্যান।
একজন বিশিষ্ট স্পোর্টস নিউট্রিশনিস্ট হলেন সুপ্রিয়া রায় ব্যানার্জী। তিনি Revolt Fitness-এ একজন সুদক্ষ স্পোর্টস নিউট্রিশনিস্ট হিসেবে যুক্ত রয়েছেন। তিনি K11 Scool of Fitness Sciences, Build Muscle Up, Blitz Fitness, Anjali Fitness and Weight Loss Center, Power House Gym ইত্যাদি জায়গায় যুক্ত থেকে কাজ করেছেন বহুদিন।
বর্তমানে বিশিষ্ট স্পোর্টস নিউট্রিশনিস্ট সুপ্রিয়া রায় ব্যানার্জী যুক্ত হয়েছেন Spark.Live-এ। আপনারা ওনার সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে নিজেদের স্বাস্থ্যকে আরও সুস্থ্য ও সুন্দর করে তুলতে পারবেন খুব সহজেই।