Monday, 5 - 6 PM
Bengali
অনলাইন ডায়েট সেশন তাও সম্পূর্ণ বিনামূল্যে, এটা কি সম্ভব? একদমই সম্ভব। Spark.Live নিয়ে এসেছে আপনাদের সকলের জন্যে এক দারুন সুযোগ। বিশিষ্ট কনসালট্যান্ট ডায়েটিশিয়ান মঞ্জিষ্ঠা রায়ের থেকে পেয়ে যান ডায়েটের নানান টিপস এবং করে ফেলুন মুশকিল আসান।
প্রতি সোমবার বিকেল ৫টায় থাকছে এই ফ্রি সেশনটি। বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে ওজন কমিয়ে ফেলতে পারবেন খুব সহজে, তাই আর দেরি না করে আজই ফ্রি সেশনটি বুক করে ফেলুন।
দীর্ঘ ৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কনসালট্যান্ট ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিক এডুকেটর মঞ্জিষ্ঠা রায়, তিনি ফুড এন্ড নিউট্রিশন নিয়ে মাস্টার ডিগ্রী করেছেন। মঞ্জিষ্ঠা কলকাতার বিভিন্ন নামিদামি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন যেমন S.S.K.M.(পি.জি) হাসপাতাল, চার্ণক হাসপাতাল ইত্যাদি। ডায়াবেটিকস নিয়ে C.M.C.(Vellore), তামিলনাড়ু থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন। কল্যাণীর সুশ্রুত হাসপাতের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ,পার্ক সার্কাসেও তিনি বহুদিন কাজ করেছেন, রানাঘাট Lions Diwalima Diagnostic Centre, নদিয়াতেও বেশ কিছুদিন তিনি যুক্ত থেকে কাজ করেছিলেন।
ইন্ডিয়ান ডায়াবেটিস এসোসিয়েশন এর লাইফ মেম্বার ডায়েটিশিয়ান মঞ্জিষ্ঠা রায়। বর্তমানে তিনি Rainbow Clinic and Diagnostic Centre, নদিয়াতে যুক্ত রয়েছেন এবং বহু মানুষকে তার অভিজ্ঞতা দিয়ে সুস্থ্য করে তুলছেন। Spark.Live এ এবার থেকে ডায়েটিশিয়ান মঞ্জিষ্ঠা রায় থাকছেন আপনাদের সকলের ডায়েট সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধানের জন্যে।
Show More