Monday - Saturday, 11 AM - 10 PM
Bengali
Spark.Live-এ সার্টিফায়েড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান প্রগতি চ্যাটার্জী রাউতের সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে যেসকল সুবিধে পাবেন তা হল:
স্কিনের উজ্জ্বল্য বাড়ানোর জন্যে উপযুক্ত ডায়েট,
নানান প্রয়োজনীয় ডিটক্স ডায়েট,
ডায়েটের মাধ্যমে ওজন কমানোর সুবিধে,
ওজন বাড়াতে নানান ডায়েট প্ল্যান,
শরীর সুস্থ্য রেখে ওজন কমাতে পারবেন শুধুমাত্র ডায়েটের মাধ্যমে।
একজন বিশিষ্ট সার্টিফায়েড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হলেন প্রগতি চ্যাটার্জী রাউত। কে.পি.সি মেডিকেল কলেজ থেকে তিনি এম.এস.সি করেছেন ফুড এন্ড নিউট্রিশন নিয়ে। ফিট এন্ড ফাইনে তিনি একজন ডায়েটিশিয়ান হিসেবে যুক্ত থেকে কাজ করেছেন। ওয়েট ম্যানেজমেন্ট এবং স্লিমিং থেরাপি করেছেন VLCC থেকে। তিনি একজন কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে যুক্ত আছেন Dr.Amitava Basu Smriti Raksha Kendra-তে।
বর্তমানে তিনি যুক্ত হয়েছেন Spark.Live-এ, আপনারা সকলে অনলাইন ওনার সঙ্গে ডায়েট সেশনের মাধ্যমে হয়ে উঠতে পারবেন আরও বেশি সুস্থ্য এবং সুন্দর।