Monday, Wednesday, Friday, 11 AM - 1 PM
Bengali
স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং পরিবারের আর্থিক উপার্জন অনুযায়ী কিভাবে ঘরোয়া খাদ্যের মাধ্যমে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করা যায়, সেই সম্পর্কে ধারণা দেবেন ডায়েটিশিয়ান ঈশিতা সুর। Spark.Live এ অনলাইন সেশনের মাধ্যমে আপনার লাইফস্টাইল কাউন্সিলিং-এর দ্বারা নির্দিষ্ট শারীরিক সমস্যা অনুযায়ী সঠিক পথ্যতালিকা (Diet Chart) প্রস্তুত করে দেবেন।
Spark.Live এ ৪৫ দিনের ডায়েট প্ল্যানের সাহায্যে হয়ে উঠুন ফিট এন্ড ফাইন:
একটি সম্পূর্ণ কাউন্সেলিং সেশন পাবেন,
কেবলমাত্র ঘরে তৈরি খাবারের ভিত্তিতে ডায়েট চার্ট পান,
আপনার জটিলতা অনুযায়ী ব্যায়ামের লিংক ভাগ করা হবে,
আপনার শারীরিক জটিলতা অনুযায়ী কি কি করণীয় সব বলে দেওয়া হবে,
১00% ফলাফল পাবেন।
Kolkata
ঈশিতা সুর একজন ক্লিনিকাল ডায়েটিশিয়ান, ডায়াবেটিক এডুকেটর এবং স্লিমিং এক্সপার্ট। পাশাপাশি তিনি একজন পুষ্টিবিজ্ঞানের স্বনামধন্য গৃহশিক্ষিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফুড এন্ড নিউট্রিশন নিয়ে স্নাতক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ৭০% নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করেন। ডায়াবেটিক এডুকেটর এবং ওয়েট ম্যানেজমেন্ট ও স্লিমিং থেরাপি নিয়ে সার্টিফিকেট কোর্স করেন। বিগত দুই বছর ধরে তিনি VLCC ইনস্টিটিউটে সিনিয়র নিউট্রিশন ফ্যাকাল্টি হিসাবে কর্মরত রয়েছেন এবং তার পাশাপাশি তিনি খাদ্য সম্পর্কিত ডায়েট নিয়ে অনলাইন কনসাল্টটেশন করে থাকেন।
Show More