Monday - Sunday, 10 AM - 8 PM
Bengali
Spark.Live-এ বিশিষ্ট ক্লিনিকাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট সুব্রত ঘোষের সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে যেসকল সুযোগ সুবিধে পাবেন তা হল:
ডায়াবেটিসের জন্যে স্পেশাল ডায়েট প্ল্যান(CHO রেস্ট্রিক্টেড হাই ফাইবার),
ওবেসিটি জনিত সমস্যার ডায়েট,
রেনাল ডায়েট(পটাশিয়াম এবং প্রোটিন রেস্ট্রিক্টেড),
হাই প্রোটিন ডায়েট,
থেরাপিউটিক ডায়েট,
সাধারণ পুষ্টিকর ডায়েট,
গর্ভাবস্থা এবং স্তন্যদান সময়কালের ডায়েট,
লিকুইড ডায়েট,
সেমী সলিড বা সফ্ট ডায়েট,
ব্ল্যান্ড ডায়েট,
থাইরয়েড সমস্যার উপযুক্ত ডায়েট প্ল্যান,
অপুষ্টির জন্য ডায়েট
কার্ডিওভাসকুলার ডায়েট বা CVD ডায়েট,
GI ডিসর্ডার ডায়েট,
গাউট বা আর্থারাইটিস সম্পর্কিত ডায়েট।
একজন বিশিষ্ট ক্লিনিকাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট হলেন সুব্রত ঘোষ। তিনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের অধীনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের ডায়েটিক্সে ডিপ্লোমা বিষয়ে স্নাতকোত্তর করেছেন। সুব্রত চেতলা ও পিয়ারলেস হাসপাতালের আরবান স্বাস্থ্য ইউনিট ও প্রশিক্ষণ কেন্দ্রে এবং কলকাতার বি কে রায় গবেষণা কেন্দ্রে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। তিনি একজন সুদক্ষ ডায়েটিশিয়ান হিসেবে SSKM হসপিটালের সঙ্গে যুক্ত ছিলেন এবং JIMS হসপিটালেও যুক্ত থেকে কাজ করে গেছেন।
বর্তমানে বিশিষ্ট ক্লিনিকাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট সুব্রত ঘোষ যুক্ত হয়েছেন Spark.Live-এ, আপনারা সকলে ওনার সঙ্গে অনলাইন সেশনের মাধ্যমে ডায়েটের নানান সমস্যার সমাধান করে এবং লাইফস্টাইলের সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে হয়ে উঠতে পারবেন অনেক বেশি সুস্থ্য ও সুন্দর।