Weekdays - 10 AM to 6 PM
Bengali
সুস্থ্য থাকার এক অন্যতম উপায় হল সঠিক ডায়েট অনুসরণ করা, আমরা অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে কিংবা টিভিতে দেখে নিত্য নতুন ডায়েট চার্ট ফলো করতে শুরু করি। কিন্তু তা একেবারেই ঠিক কাজ নয়, কারণ সকলের শরীরের জন্য প্রয়োজন হয় আলাদা রকমের পুষ্টির। তাই অন্যের ডায়েট চার্ট অনুসরণ করলে লাভের বদলে শরীরে নানান ক্ষতি হওয়ার আশঙ্কা তীব্রতর হয়। আমাদের প্রয়োজন সঠিক একজন ডায়েটিশিয়ানের যিনি তার অভিজ্ঞতা দিয়ে আমাদের ডায়েট চার্ট প্রস্তুত করে দেবেন যার ফলে ওজনও যেমন কমবে আবার শরীরও থাকবে সুস্থ্য। Spark.Live এ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান এবং সার্টিফাইড ডায়াবেটিক এডুকেটর ভাস্বতী ব্যানার্জী চ্যাটার্জী, ওনার সঙ্গে অনলাইন কন্সালটেশনের মাধ্যমে আপনারা যে সকল সুবিধে পাবেন তা হল:
১) অনলাইন কনসাল্ট করে পেয়ে যাবেন উপযুক্ত ডায়েট চার্ট,
২) খুব স্বল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন সঠিক ওজন,
৩) নিজের সুবিধে মতো যেকোনো সময়ে পরামর্শ করে নিতে পারবেন,
৪) বিভিন্ন রোগের জন্য থাকবে উপযুক্ত ডায়েট প্ল্যান,
৫) ওজন কমিয়ে হয়ে উঠবেন সুস্থ্য ও সুন্দর।
Kolkata
ভাস্বতী ব্যানার্জী চ্যাটার্জী একজন স্বনামধন্য ডায়েটিশিয়ান এবং সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর, তিনি ক্লিনিকাল নিউট্রিশন এবং ডায়াটেটিক্স নিয়ে ২০১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এস সি করেন এবং ২০১৫ সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন IIEST শিবপুর থেকে। বর্তমানে তিনি অ্যাপোলো সুগার ক্লিনিকে একজন ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর হিসেবে যুক্ত রয়েছেন। তাছাড়া ওনার নিজস্ব চেম্বারেও উনি প্র্যাক্টিস করে চলছেন। বহু মানুষ তার দেওয়া ডায়েট চার্ট ফলো করে ভীষণভাবে উপকৃত হয়েছেন এবং নানান জায়গায় তার সম্পর্কে খুব ভালো ভালো ফিডব্যাক দিয়ে চলছেন। বর্তমানে ডায়েটিশিয়ান ভাস্বতী Spark.Live এ যুক্ত হয়েছেন, যার সুবাদে আপনারা সকলেই ওনার সঙ্গে অনলাইন কন্সালটেশন করে ডায়েটের সমস্যার সহজ সমাধান করে নিতে পারবেন।
Show More